০১। www.acps.edu.bd ওয়েবসাইটে অনলাইন (Online) ভর্তির আবেদন ০১-১১-২০২০ হতে ৩০-১১-২০২০ তারিখ পর্যন্ত করা যাবে।
০২। আবেদনকারীর জন্ম নিবন্ধন অনুযায়ী ০১-০১-২০২১ ইং তারিখে নূন্যতম বয়স ০৬ থেকে ০৭ বছর হতে হবে।
০৩। সাক্ষাৎকার ও লটারির তারিখ: ০৩-১২-২০২০ তারিখে বোর্ড ও ওয়েবসাইটে দেয়া হবে।
০৪। সাক্ষাৎকার গ্রহণের সময় জন্ম নিবন্ধনের মূল কপি দেখাতে হবে।
০৫। সামরিক বাহিনীর ক্ষেত্রে সাক্ষাৎকারের সময় প্রত্যয়ন পত্র দেখাতে হবে।
০৬। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সদনপত্র দেখাতে হবে ।
০৭। ফর্মের মূল্য পরিশোধের জন্য আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন।
০৮। কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
০৯। ফর্মের মূল্য Bkash, Rocket, VISA, Master Card, Amex, DBBL Nexus, t-Cash, Upay, SureCash etc.-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
১০। আবেদন ফর্মের মূল্য তালিকা :
Description
Civil
Army
Form Price (Including Prospectus)
300.00 Tk
250.00 Tk
Online and Bank Processing Charge
30.00 Tk
30.00 Tk
Total Price
330.00 Tk
280.00 Tk
একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে।
ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয়।
১১। পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
১২। সফলভাবে পূরণকৃত আবেদন পত্র পূনরায় এই লিংক (www.acps.edu.bd/download-admit) থেকে ডাউনলোড করা যাবে।
১৩। অনলাইনে আবেদন সংক্রান্ত সহযোগিতার যোগাযোগ করুন : 01627301486, 01736748591, 01791350268
১৪। কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।